নেশা লাগে তোদের বড়?
নেশা তোদের কানে।
নেশা ধরে তোদের মনে
বাঁশির জাদু শুনে।
হ্যামিলনের বাঁশিওয়ালা
বাজিয়ে যায় বাঁশি।
মন্ত্রমুগ্ধের মত হাঁটিস
না বুঝেই মুখে হাসি।


আজও আছে বাঁশিওয়ালা,
যা বলে তাই সই।
তাদের সমর্থনে তোদের
মুখে ফুটে খই।
বাজিয়ে যায় বাঁশিওয়ালা,
মিথ্যে নেশার সুর।
সে নেশাতেই বুঁদ হয়ে সব
ঘোরে নেশাতুর।


বুঝবি যখন বাঁশিওয়ালা
দিয়ে গেল ফাঁকি-
কান্না ভুলে অট্টহাসিতে
নিজেই ঠকবি নাকি-
সময় আছে এখনও হাতে
নেশা ভাঙার কর পণ।
হ্যামিলন হবে গোটা বিশ্ব
শিশু হবে জনগণ।


-মিনহাজ উদ্দিন শিবলী
১১/০৪/২০১৫