সুউচ্চ অট্টালিকার সপ্তম স্তরে বসে
আমার দুর্দশা দেখে তারা হাসে।
আঠারো ডিগ্রির বদ্ধ শীতল বাতাসে-
সভ্যতা ঢেকে রাখে ভদ্রতার মুখোশে।


শরীর জড়াও জাঁকজমকের হাল ফ্যাশনে
কৌতুক উড়াও স্মার্টফোনের বিশাল স্ক্রীনে
বিলাসী খবর হাতের খোলা ম্যাগাজিনে-
তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাও আমার পানে।


আমার গায়ের ঘামে গড়েছ অট্টালিকা।
পরিচ্ছন্ন বিলাসিতা গড়া হাতটি ধুলোমাখা।
মনে রেখ বিলাসিতায় অভ্যস্ত বালিকা-
ধুলো-বালি দ্বারা তোমার দালান পাকা।


ধুলোময় শরীর দেখে তোমার গা গুলায়?
তোমার একদিন রবে না অস্তিত্ব এ ধরায়।
জাত-ধর্ম-শ্রেণী তখন খুঁজবে কোথায়?
ধুলায় তৈরি বিলাসিতা মিশে যাবে ধুলায়।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৪/০৪/২০১৫


উৎসর্গঃ সে সকলে ধুলোমাখা হাতের মালিকদের যাদের ঘর্মাক্ত শরীর আর হাতের শ্রমের কল্যাণে গড়ে উঠেছে এ সভ্যতা। মহান মে দিবস অমর হোক।