আমি ক্ষমতা নই, কাঙাল ভালোবাসার।
ক্ষমতা আমারে কী দেয় নাই?
সব পেয়েও কেন নিঃসঙ্গতার হাহাকার?
এমন ক্ষমতা আমার না চাই।


ব্যর্থ শক্তি-ব্যর্থ অর্থে ছুটলাম সারা জীবন।
জীবন তুমি কেন এত ছোট?
প্রেমের শক্তির দেখা তবু পেল না এ মন।
প্রেম তুমি পদ্মের মত ফোট।


মিছে, ভুল অর্থ আমায় করে দিল অন্ধ-
হারিয়ে ফেলে মনের আলো।
কেমন করে খুঁজে পাই দু'চোখ করে বন্ধ-
যারে আমি বাসি বড় ভালো।


ক্ষমতায় প্রায় ঈশ্বরের কাছাকাছি।
শক্তির দেখাই কত লীলারঙ্গ।
ভালবাসার খোঁজে কত জগৎ ঘুরিয়াছি।
ঈশ্বরের মতই আমি নিঃসঙ্গ।


-মিনহাজ উদ্দিন শিবলী
২৬/০৪/২০১৫