আকাশের ওই মেঘের ফাঁদে
আটকা পড়ে চাঁদ কাঁদে।
ওরে মেঘ তুই যারে উড়ে।
চাঁদের মনটা খুশি করে।


ওই যে মেঘ সরে গেল-
চাঁদের বুড়ি কথা বল।
বুড়ির মনে বেজায় কষ্ট
চরকাটা  তার হল নষ্ট।


তারারা জ্বলে মিটমিটিয়ে,
আকাশ যেন মেঘকে নিয়ে
খেলছে লুকোচুরি।


চাঁদ তারাদের গল্প চলে,
বাতাসের গানে মেঘ দোলে।
জোনাকির উড়াউড়ি।


-মিনহাজ উদ্দিন শিবলী
০১/০৫/২০১৫