খুন করব আমি। একটা একটা করে
মারব আমি। শার্টের কলার ধরে
ঘাড়ে চাপাতির একটা কোপ। কিছু
বোঝার আগেই পড়ে যাবে। নিচু
হয়ে আমি তার জামাতেই মুছব রক্ত।
হাতে নিয়ে অস্ত্র, চোয়াল করে শক্ত
আমি হেঁটে যাব। নির্বাক তাকিয়ে রবে
পুলিশ। আমার কখনও বিচার হবে
না। জঞ্জাল সাফ করব আমি। জৈব
বর্জ্য সব। খুনের আগে আমি কইব
'তুই মানুষ না- জড় জঞ্জাল। তোর নাই
অধিকার জীবের বেশে থাকার। বিদায়।'


আফসোস, মানুষ হয়ে জঞ্জাল ঝাড়ো
তবে তা দোষ। জঞ্জাল হয়ে মানুষ মারো
তবে কোন ত্রুটি নাই।
আসো ডুগডুগি বাজাই।


-মিনহাজ উদ্দিন শিবলী।
২৮/০৪/২০১৫


(আর এভাবেই তারা খুন করে যায়। আমি সন্ত্রাসকে ভয় পাই না। ভয় পাই সন্ত্রাসীর বিচার না হওয়াকে। দয়া করে হত্যাকারীদের বিচার করুন।)