ওই যে দূরে ধ্রুব তারা,
জানি সে থাকবে এ রাত সারা;
কিন্তু ভোরেই যাবে চলে-
সে কি ছিল আদৌ কোন কালে?


আঁধার জুড়ে একটু আলো
মিটমিটিয়ে সেই তো দিয়েছিল।
হায়! এলো পুবাকাশে রবি,
নিয়ে গেল আমার আলোর সবই।


তীব্র রোদের স্রোতধারায়
আমার মৃদু আলো গিয়েছে হারায়।
আজ আকাশ জুড়ে নাই
তবু মনে মনে ধ্রুবরে খুঁজে বেড়াই।


আসে ধ্রুব আজও আকাশে
তবুও আঁধারে ঢাকে আমার চারপাশে।
ধ্রুবতারারে ভানু নিয়ে যায়।
হে ধ্রুবতারা, দিলাম অনিচ্ছার বিদায়।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৯/০৫/২০১৫