দম বন্ধ হয়ে আসে আমার
সময়ের আহ্বান নিচে নামার;
ময়দানে লড়াই- দেয় আঘাত উপহার-
ভেসে যাই ধরে গাঢ় অন্ধকার।
যে কণ্ঠের শব্দ সমূদ্রে সাঁতার কাটছ
সে কণ্ঠধ্বনি সরিয়ে দিতে ছুটছ।
 


তাদের জিভে হেমলকের স্বাদ
রক্ত রঙে রাঙালো মেঝে দেয়াল ছাদ
বিচার‍্যবস্থার দুর্বল ক্ষমতার দৌড়ে
উঠে যায় তারা অনেকটা উপরে
যত উর্ধ্বে, পতন ততই জোরে
ডুবে যায় গাঢ় অন্ধকার সাগরে।


-মিনহাজ উদ্দিন শিবলী
১৩/০৫/২০১৫