আমি উন্মাদ, আমি অশান্ত।
আমি সব ভেঙেও অক্লান্ত।
আমি মানব, আমিই ঈশ্বর।
আমি সৃজি যত সব নশ্বর।
আমি স্রোত, আমি ঢেউ।
আমি ছুটি- থামাবে কেউ?
আমি উচ্ছ্বাস, আমি উল্লাস।
আমি হাসি কাঁধে নিয়ে লাশ।
আমি হতাশা, আমি হাহাকার।
আমি আনন্দ বেদনার চিৎকার।
আমি মৃত্যু, আমি জন্ম।
আমি চিরঞ্জীব ধর্ম।
আমি মাটি, আমি জল।
আমি দেই জীবন ফসল।
আমি প্রলয়, আমি দুর্যোগ।
আমি ধ্বংসকে করি উপভোগ।
আমি অতীত, আমি বর্তমান।
আমি সময়ের মত বহমান।
আমি ইতিহাস, আমি স্মৃতি।
আমি সত্য, আমিই প্রকৃতি।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৩/০৫/২০১৫