শ' তিনেক কোটি বছর আগে-
আমার অস্তিত্ব যখন জন্ম নিয়ে
তার ছাপ বইছে দেহের ভাগে
পূর্বপুরুষ সে কোষের ডিএনএ।


একজন আমি, তুমি কিংবা সে
ভিন্ন রূপে প্রকৃতভাবে একই সত্তা।
একা বা একা নই আমরা বিশ্বে
সম্ভাব্যতাদ্বয় সমভয়ংকর  মিথ্যা।


বাঁচিয়ে রাখার কী আপ্রাণ চেষ্টা
আয়োজন আদিম প্রবৃত্তির তাড়নে;
ক্ষুৎপিপাসা, নিদ্রা আর কামতেষ্টা
দ্বৈত হেলিক্সের তথ্যউপাত্ত প্রসারণে।


ধ্বংসহীন, বেঁচে থাকে আদিম পূর্বসূরি;
প্রজন্ম বাঁচিয়ে রাখুক ভগ্নাংশ আমারি।


-মিনহাজ উদ্দিন শিবলী
২৯/০৫/২০১৫