।১।
সভ্যতা তুমি করেছ মহাপাপ
প্রায়শ্চিত্ত তার বর্ধিত উত্তাপ।


।২।
গ্রীষ্ম তোর ফল খেয়েছি
এবার দে ক্ষমা,
অনেক দিয়েছিস গরম;
শীতল বৃষ্টি নামা।


।৩।
শহরে বুকে বইছে মরুর তপ্ত লু হাওয়া।
চলছে পানীয় আর আইসক্রিম খাওয়া।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৫/০৬/২০১৫