এপারের সময় ফুরিয়ে আসে-
যেতে হবে এখন ঐ পাশে।
উঠে পড় তবে ওপারের নায়ে
মাঝি যাবে নিয়ে বৈঠা বেয়ে।


জানতে বড় ইচ্ছে হয় আজি
কী আছে ওপারে, ও মাঝি-
একবার দেখে বল না মোরে।
পারাপারে কেন সবে ডরে?


তোমার সাড়ে তিন হাত নায়ে
উঠায়ে কই যাও আমায় লয়ে?
ও মাঝি, তোমার বৈঠা কই?
এত আধাঁর কেন নৌকার ছই?


দিবা পাড়ি মাঝি অচেনা নদী,
ঘুমন্ত যাত্রী আমি দুই চক্ষু মুদি।
সাবধানে নিও মাঝি ওপাশে।
আমার-
এপারের সময় ফুরিয়ে আসে।


-মিনহাজ উদ্দিন শিবলী
১৭/০৪/২০১৫