মাথার ভেতরে ডেকে ওঠে ঝিঁঝিঁ পোকা
সেকেন্ডে পঞ্চাশ কিংবা পাঁচশতবার
চিন্তার আগমনে স্বাগত জানায় ধোঁকা।
কোন লক্ষণ নেই ঝিঁঝিঁর যাবার।


মস্তিষ্কের শ' ট্রিলিয়ন নিউরনের সঙ্গমস্থলে
সিন্যাপ্সের নামে বসত গড়ে ঝিঁঝিঁ
বিরক্তিকর ডাকে সঙ্গীরে কতরকম ছলে।
সাড়া দিবে কি, আসবে ফিরে আজি?


চিন্তাগুলো জট পাকিয়ে যায় ভেতরেই
ঝিঁঝিঁরা ক্রমাগত কাঁদছে চিৎকারে।
হঠাৎ আঁধার ঝাপটে ধরে চারপাশ ঘিরেই
একটু একটু করে একঘেঁয়ে শব্দ বাড়ে।


আঁধার পেরিয়ে আলোর দেখা।
ঝিঁঝিঁ মুক্তির অধীর অপেক্ষা।


-মিনহাজ উদ্দিন শিবলী
১৮/০৫/২০১৫