কখনও ভাবোনিতো,
আমারও হয়ত
আছে আপন ভুবন।
মনে পেলে ব্যাথা,
আমি গিয়ে সেথা
খুঁজি নিজেরে তখন।
মাঝে মাঝে
মনেতে বাজে
বেহালার করুণ সুর।
আছি সবার সাথে,
তাও সব হতে
হারিয়ে যাই বহুদূর।


যত দুঃখই দিক,
সে তো সাময়িক;
যাবে কেটে ছায়া।
দুঃখতেই হাসি,
দুঃখরে ভালবাসি,
দুঃখের সে কি মায়া।
আপন ভুবনে,
ঘুরি মনে মনে;
আমি মনের দাস।
দুখের সময়ে
ব্যর্থ প্রণয়ে
কিছু দুঃখবিলাস।


-মিনহাজ উদ্দিন শিবলী
১০/০৪/২০১৫