পারবে না জানে, তাইনা কত করে ছলা কলা


জিতল চোরে, তার মায়ের দ্যাখ আবার বড় গলা।


চোরের বাচ্চা করবি চুরি, চোরে না ধর্ম শোনে।


এই দিন দিন নয়, দেখে নিব কত চাল কত ধানে।


ভয়েতেই চোর, আসিস না নাকি বাঘেদের দেশে,


শাকের ফাঁকে মাছের মত সত্য না বেরিয়ে আসে-


দেখব শালারা, কে তখন লেজ গুটায়ে ভাগেরে-


কাপুরুষ, পিছ থেকে আঘাতে আহত করে বাঘেরে।


আহত বাঘ হিংস্র বড় যাস না তো কভু ভুলে;


প্রাণ হারাবি বাঘের লেজে কাটা কান চুলকালে।


-মিনহাজ উদ্দিন শিবলী


২১/০৩/২০১৫