একজন ঐন্দ্রিলা ছিল, মনে পড়ে?
কল্পনাকে নিয়ে এসেছিলাম বাস্তবের তরে।
কল্পলোকে বাস করা একজন ঐন্দ্রিলা,
বাঁচিয়ে রাখতে তারে কত করেছি ছলা কলা।
নিরীহ ভালোবাসার স্বর্গে নিয়েছিল জন্ম।
যে ভালোবাসার ছিল না কোন মর্ম।
তার বিবর্তন দ্বিধায় ফেলে দিত প্রায়,
কেন যে তারে বেড়ে উঠতে দিলাম হায়;
ঐন্দ্রিলার গল্পের বৃদ্ধিতে আমিও হই বৃত্রাসুর,
মিথ্যা তুমি দশ পিঁপড়া, তর্কে বহুদূর।
কিছু শব্দেই যবনিকা গড়ে ঐন্দ্রিলার জীবনী-
কিছু মুহূর্ত কিংকর্তব্যবিমূঢ় অবাক চেহারাখানি।
ঐন্দ্রিলার মৃত্যু আমা হতে নিয়ে গেল বহুদূরে।
কিন্তু- কিন্তু যার অস্তিত্ব নেই সে মরে কী করে?
বহুকাল পরে আসিল ফিরে কাছে, তখন ঐন্দ্রিলা বিস্মৃত।
সতর্ক আমি, নানা কথায় ঐন্দ্রিলা আসে নি তো?
একজন ঐন্দ্রিলা-একে এক সকলে গেছে তারে ভুলে।
আমিও আর তার প্রসঙ্গ আনিনি আড্ডায় তুলে।


তবুও-
একজন ঐন্দ্রিলা ছিল, মনে পড়ে?
এখনও রেখেছি তারে মনে, যতন করে।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৮/০৪/২০১৫