আমি কষ্ট পেতে শিখিনি,
কষ্ট দিতে শিখেছি।
শিখিনি হাসতে আমি,
হাসার চেষ্টা শিখেছি।
আমি বুঝতে শিখিনি,
কেবল বোঝাতেই শিখি।
আমি এখনও অনেকটা পথ হেঁটে-
অনেকটা স্রোতে ভেসে যাই।
তবুও শিখিনি পথ চিনতে,
তবুও শিখিনি সাঁতরাতে।
আমি ঘুরে এসেছি মনের কোণে
তবুও মনের মাঝে ঠাঁই  নিতে শিখিনি।
আমি শুধু শিখিয়েই গেছি।
তবু শিখতে পারিনি কিছুই।


-মিনহাজ উদ্দিন শিবলী
২৯/০৬/২০১৫