সহস্র লক্ষ কোটি দশমাংশ আলোকবর্ষ পেরিয়ে এসে,
মনে হল তন্দ্রা থেকে হঠাৎ তীব্র আর্তনাদে উঠছি বসে।
পরিধিকে বার দুয়েক অতিক্রম করতে না করতেই আবার-
উপক্রম হয় ষড়চক্রের ঘুর্ণন মন্দিত হয়ে থেমে যাবার।
এরই মাঝে শেষ হয়ে গেছে বেশ কয়েকটি পর্ব-
যেখানে এসে গিয়েছে থেমে সেখান থেকে শুরু করব।
সময়ের আপেক্ষিকতায় অর্ধঘণ্টা হয়ে যায় গুণ চার,
ধারাবাহিকতার নেশা ছাড়া অলস সময় কাটবে আর।
পুরানোর শেষ প্রান্ত হতে নতুন যেখানে উঠছে গড়ে,
সেখানে পৌঁছানোর লক্ষ্যে চড়ে যাই এ যন্ত্রযানে করে।
যাবতীয় আটকে থাকার বিড়ম্বনা কাটিয়ে পৌঁছে গন্তব্যে
ঘর্মসিক্ত লেপ্টে থাকা পোশাকের আড়ালে দেহ শীতলতা লভে।


এক প্রিয় অঙ্গন ছেড়ে বিটুমেনের স্তরের ভ্রমন শেষে
বিশ্রামে শান্তি খুঁজে আরেক প্রিয়াঙ্গনের কোল ঘেঁষে।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৯/০৫/২০১৫


উৎসর্গঃ মেহনাজ জারিন