।।১।।
রাতের পর রাত নির্ঘুম কেটে যায়,
সঙ্গী আঁধার আর অশরীরী ছায়ায়।


।।২।।
একে একে চলে যায় সব পাড়া ঘুমাতে।
আমার জগৎ জেগে ওঠে এমনই রাতে।


।।৩।।
খিলখিলিয়ে হাসি কিংবা কান্না নীরব।
সাক্ষী প্রিয় রাতেরা, জানে তারাই সব।


।।৪।।
জেঁকে বসে একে একে সব সমাপ্তির ভয়
রাত্রিগুলো জেগেই ভাবি সব করেছি জয়।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৯/০৭/২০১৫