প্রিয়তমা,
তোমার জন্য এখনও আমি ছুঁড়ে ফেলি সব যুক্তি।
প্রিয়তমা,
তোমার জন্য আমি ছিঁড়ে ফেলি যত সব চুক্তি।
প্রিয়তমা,
তোমার জন্য এখনও আমার কাছে সৌন্দর্যময় পৃথিবী।
প্রিয়তমা,
তোমার জন্য ভেঙেচুড়ে আবার গড়ে দিতে পারি আমি সবই।
প্রিয়তমা,
তোমার জন্য উড়িয়ে দিব লক্ষ হাজার প্রেমপূর্ণ ফানুস।
প্রিয়তমা,
তোমার জন্য এখনও নিজেকে পরিচয় দেই- মানুষ।
প্রিয়তমা,
তোমার জন্য হারিয়ে যায়নি ভালবাসায় বিশ্বাস।
প্রিয়তমা,
তোমার জন্য পাতাল ফুঁড়ে উড়ে গিয়ে ছোঁব আকাশ।
প্রিয়তমা,
তোমার জন্য, শুধু তোমার জন্য এখনও আছি আমি।
প্রিয়তমা,
তোমার জন্য চিরকাল করে যাব অর্থহীন পাগলামি।
-মিনহাজ উদ্দিন শিবলী
১৫/০৭/২০১৫