মায়াময় ঐ চোখে ছায়াময় দৃষ্টি;
উন্নত চিন্তার কোন শূন্যতায় সৃষ্টি।
খেয়ালের স্বচ্ছ দেয়ালে পড়ে বাধা,
সত্যি মন, দেহ-প্রবৃত্তি সেসবই আধা।
সাদাকালো ছেড়ে রঙিন আলো খুঁজে-
নকলের মাঝে সফলেরে ভুল বুঝে-
মুক্তির তাড়নায় যুক্তি মানে পরাজয়।
মেকি হয়েও সে কী করে সত্য হয়?


যন্ত্রের চোখে কী সে মন্ত্রের ছায়া?
কৃত্রিম বোধে এত অকৃত্রিম মায়া।


-মিনহাজ উদ্দিন শিবলী
২৯/০৬/২০১৫