এ কেমন ঈশ্বর তোমার যার জন্য অনর্থক জিহাদ?


আমার ঈশ্বর ভালবাসতে বলে মানুষকে নিখাদ।


এ কেমন ঈশ্বর তোমার যে চায় এত এত রক্তপাত?


আমার ঈশ্বর দিয়েছে আলো, জোছনা রাত।


কেমন তোমার ঈশ্বর, শেখায় হত্যা-ধ্বংস-ঘৃণা?


আমার ঈশ্বর শেখায় আমায় কোন ভেদাভেদ না।


কেমন তোমার ঈশ্বর যে নরক বানায় এ মর্ত্যে?


আমার ঈশ্বর পথ দেখায় আমায় শান্তি আর সত্যে।



এ কেমন ঈশ্বর তোমার, ঈশ্বর হয়েও যে শয়তান।


আমার ঈশ্বর প্রেমময়, আমার ঈশ্বর মহা দয়াবান।


-মিনহাজ উদ্দিন শিবলী


০৫/০৭/২০১৫