ঝড় আসে ওই বনে
ঝড় হয় এই মনে
সব কিছু উড়ে যায় তাতে।
আসুক যত ঝড়ো হাওয়া
করিনা কো পরোয়া
হাত রেখে এই হাতে।


তপ্ত রৌদ্র ভরা দিন
রাত চাঁদনি হীন
বিকেল সাঁঝে বা প্রাতে-
কতজন এলো গেলো
তুমি কেবল সাথে চলো
হাত রেখে এই হাতে।


ধূধূ প্রান্তর বালুর মরু।
ছায়া বনের তরু
বরফঢাকা মেরুতে
দেব জীবন কাটিয়ে
যদি থাক হে প্রিয়ে
হাত রেখে এই হাতে।


-মিনহাজ উদ্দিন শিবলী
৩১/০৭/২০১৫