জেগে ছিলাম অগণিত পূর্ণিমা তিথি,
পড়েনি দরজায় আঘাত।
নির্জন নিস্তব্ধ একা রাত-
রূপালি আলোর স্রোতকে করে সাথী।


কেউ আসেনি, জিজ্ঞাসেনি- "কোজাগরী?"
অ্যাথেনা, আফ্রোদিতি, হেরা
আপেল নিয়ে আসেনি তারা।
আসেনি লক্ষ্মী, জেগে ছিলাম তবু শর্বরী।


কিংবা হয়ত তারা এসেছিল অজান্তেই,
আমার আরাধনার সবটা লুটে
পরশির অলংকৃত আমার মুকুটে;
আমার আপেল হায় প্যারিসের হাতেই।


-মিনহাজ উদ্দিন শিবলী
১১/০৬/২০১৫