নিশিগুলো বিষিয়ে যায় দুঃস্বপ্নে।
ঘুমেরা বাধা পায় আঁধারে।
ইউথনেশিয়ার কথাও আর ভাবিনে।
ভীতিরা মিশে যায় চাদরে-
মিশে যেতে থাকে আমার নিঃশ্বাসে।
সিজোফ্রেনিক চিন্তাগুলো,
অবাস্তবতা- যাবে তিলে তিলে পিষে।
তন্দ্রাচ্ছন্ন আমি এলোমেলো।
আবার রাত আসে সঙ্গী করে যন্ত্রণা।
নীরব আর্তনাদ করে হিয়া-
মুক্তি দাও, অনেক হয়েছে, আর না।
বড় অসহ্য হিপনোফোবিয়া।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৩/০৮/২০১৫