একে একে কণাগুলো ঝড়ছে,
একটি একটি করে মুহূর্ত পুড়ছে।
উল্টে গেছে বালিঘড়ি বহুক্ষণ,
আনমনা বেখেয়ালি উদাসী মন;
এক অণু বালি ফিরাবার জন্য
সব বিলিয়ে হয়ে ওঠে অসুর-বন্য।


বালিঘড়ির স্রোত যাচ্ছে থেমে,
কাঁচ বেয়ে সমাপ্তি আসছে নেমে।


-মিনহাজ উদ্দিন শিবলী
২০/০৬/২০১৫