প্রণয়ী, আমাকে চমকে দাও,
কাঁচের দেয়াল ভেঙে টুকরো করে দাও।
কিংবা আরেকবার আত্মহনন হয়ে যাক।
আরেকবার অট্টহাসিতে কেঁপে উঠুক দেয়াল।
আমার আহত হৃদয় এখনও হেঁটে যায় সাড়ে চার হাজার মাইল।
বাইনারিতে আটকে থাকা কিছু স্মৃতি,
সে অদ্ভুত সুন্দর হাসি-
আরেকবার অনুপ্রেরণা বেঁচে থাকার।
সাহস হয়নি-
আরেকবার স্বচ্ছ কাঁচে তীব্র আঘাতের।
শুধুই দেখে যাই কাঁচে প্রতিসৃত বিম্ব,
প্রতিসৃত,পাল্টে যাওয়া তোমায়।
বুকের বাঁ পাশে ডানা ঝাপটানো প্রজাপতি
আরেকবার ঝরাল রংধনুর শেষ রঙের বিন্দু।
প্রণয় থেকে পালিয়ে মনের যে আত্মহনন
আরেকবার সুযোগ হবে সে মৃত্যু স্বাদের?


-মিনহাজ উদ্দিন শিবলী
০৬/০৮/২০১৫