শহরের বাতাস বড় বিষাক্ত,
বাতাসে বড় নেশা।
নেশাখোর হয়ে উঠছি আমি,
নেশাই যেন পেশা।


এ বাতাসই আমার বিয়ার, স্কচ,
হুইস্কি আর ভদকা।
এ বাতাসের চেয়ে ভাল গাঁজা
আছে নাকি টাটকা?


শহর তোরে ছাড়তে চাই তবু-
তুই ছাড়িস না।
মাতাল হয়ে টাল মাটাল তবু-
পথ ভুলাস না।


রক্তে মিশে, কোষে মিশে-
মিশে যায় মনে।
আসক্ত দেহ ক্যামনে থাকে
শহর মাদক বিনে?
-মিনহাজ উদ্দিন শিবলী
০৮/০৯/২০১৫