সভ্যতা কোথায়? নিজেকে দাবি


করিস সভ্য? আরে অসভ্যের দল,


তোরা কোথায় সঠিক, অদ্ভুত কত


শত খুঁত ধরে কত চলবি বল?


তোদের সভ্যতা আমার হেঁয়ালি


লাগে কেন? তীব্র আলোর ঔজ্জ্বল্যে


প্রার্থনা আধাঁর শক্তির, তবে আটকাবি না


নির্বন্ধের জটিল কূটাভাসের জালে?


আপাত সাময়িক সৌন্দর্যের পূজা


করে চিরন্তন সত্যে পৌছাবি? অসম্ভব!


সভ্যতার সমস্যা আছে, সে তো অবিশ্বাস্য,


তবে সমস্যা তোদের? প্রশ্নের উত্তর সব


সময়েই জন্ম দেবে নতুন বিতর্কের, তাই


যদি না হয় তবে প্রশ্ন কেন? অসীম

অনিশ্চয়তার মাঝে একটি কি নিশ্চিত


নয়? তোদের বিশ্বাস মুরগি না ডিম


এর মত, নিজেরাই মিথ্যে প্রমাণ করে


যাচ্ছিস না নিজেকে? অদ্ভুত সভ্যতা


তোদের, করুণা তোদের ভ্রান্তির তরে।


-মিনহাজ উদ্দিন শিবলী
১৮/০৬/২০১৫