স্মৃতি থেকে ঐন্দ্রিলার শেষ চিহ্নটুকু মুছে দিলে,
এক এক করে প্রতিটি মুহূর্ত হারায় যন্ত্রণা।
সময়েরও আজ সময় নেই, হারিয়ে গেছে-
সময় হারিয়ে গেছে কালের গহ্বরে।
সাথে নিয়ে গেছে ঐন্দ্রিলা।
শেষবার তাকিয়ে বৃত্রাসুরের পানে- "বাঁচালে না আমায়!"
তখনও দেবাসুর করে জৃম্ভণ।
ক্ষণকাল পরেই তাসের ঘরের মত
ঝরে যায় ঐন্দ্রিলার দেহ।
ধুলো হয়ে পড়ে রয়, অলক্ষ্যে, অগোচরে।
পুনর্জন্ম হল না আর।
যে সময়ে জন্মাবে সেই তো হারিয়ে গেছে।
বৃত্রাসুর হাতড়ে বেড়ায় ধুলো,
"দেরি হয়ে গেল- বড্ড দেরি হয়ে গেল"
আক্ষেপ - বৃত্রাসুর খুঁজে বেড়াল প্রতি ধূলিকণা।
সময়ের প্রতারণায় বিধ্বস্ত বৃত্রাসুর,
মিশে যায় ধূলিঝড়ে শেষ চিৎকার -
"ঐন্দ্রিলা!"


-মিনহাজ উদ্দিন শিবলী
১৮/১০/২০১৫