পলোনিয়ামের চেয়ে শতসহস্রগুণ বেশি-
তোমার শব্দগুলোর তেজস্ক্রিয়তা রশ্মি।
কোন তেজস্ক্রিয়তা ঘেঁটে গেল কুরি দম্পতি?
দেখেনি শব্দের তেজস্ক্রিয়তায় মনের ক্ষতি?
শব্দগুলো বয়ে আনে আল্ফা গামা বিটা
ডিএনএতে জেনেটিক মিউটেশনের ঘনঘটা।
শরীরের কোষে কোষে তথ্যগুলো যায় পাল্টে।
বিষিয়ে দিচ্ছে মন শব্দগুলো কর্কটে কর্কটে।
তেজস্ক্রিয় যত শব্দ দিল,দিল যত উক্তি-
ভেঙে দিয়ে গেল মানুষ হবার সব চুক্তি।
মিউটেটেড হয়ে আমি আজ হয়ে উঠি দানব।
তোমার শব্দের তেজস্ক্রিয়তা থামাও, হে মানব।
ট্রিলিয়ন বেকেরেল প্রবেশ করে ছিন্নভিন্ন মনে,
দানব বানিয়েছ; দেখি সামলাও কোন জনে।।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৪/০৯/২০১৫