আমি অন্ধ হলেই ভাল হত,
থাকতো না কোন পার্থক্য।
তুমি কালো না সাদা?
তা দিয়ে কিছু আসতো যেত না।
লম্বা না খাটো?
তার ফারাক থাকত না।
সুন্দর না কুৎসিত?
তার ধারণার ধার ধারতাম না।
দেখতে হত না তোমাদের এত বিভেদ।
দেখতে হত না তোমাদের বিভৎস কাজ।
সৌন্দর্য হত কেবলই মনের।
তোমার মন কি সুন্দর না কুৎসিত-
তোমার মন কি বড় না ছোট-
তাই শুধু অনুভব করে যেতাম।
আমি অন্ধ হলেই ভাল হত।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৪/১১/২০১৫