জানালার কাঁচ উঠিয়ে ছুটে গেলে সাঁই করে।


আমার নিঃশ্বাসে যায় তোমার গাড়ির ধুলা উড়ে।


তোমার ঘোলা কাঁচ শীতাতপ নিয়ন্ত্রক বাতাসে।


তপ্ত রৌদ্রে ঘেমে আমার চোখ ঝাপসা হয়ে আসে।


তোমাকে ছুঁতে পারে না অতিবেগুনী সূর্য রশ্মি।


সে তাপে আমি পুড়ে পুড়ে হই অঙ্গার-ভস্মি।


ঘোলা কাঁচে ঈষদচ্ছ জগৎ, ঘোলা দৃষ্টি বড় 'দামি'।


বিশাল মহাবিশ্বে বড় অর্থহীন, হোক তুমি বা আমি।


-মিনহাজ উদ্দিন শিবলী


১৫/০৯/২০১৫