১।
রাস্তার ধারে জ্বলতে নিভতে থাকা
একটি ভুতুড়ে ল্যাম্পপোস্ট, একা।
তারই ঠিক নিচে দাঁড়িয়ে আমিও-
নিভে যেতে থাকি হাজারবার জ্বলেও।


২।
নিয়নের শীতল রোদে স্নাত হয়ে
হিম বাতাসের ঝলক দেয় কাঁপিয়ে।
থেমে আছি আমি, থেমে আছে সময়।
ছুটে যাওয়া ব্যস্তদের বড় করুণা হয়।


৩।
ঐ দূরে ভেজা পিচ কিংবা মরীচিকা,
তপ্ত দুপুরে ভেজা শার্টে সড়কজুড়ে একা।
দুপুরের নিঃসঙ্গতা ভয়ঙ্কর রাতের চেয়ে।
হেঁটে যাই আইল্যান্ড ধরে সঙ্গী সূর্য নিয়ে।


-মিনহাজ উদ্দিন শিবলী
১৬/১১/২০১৫