১।
-ওই যে দেখ আকাশে চাঁদ উঠেছে।
-হেহ, আধখানা চাঁদের আবার কী দেখ?
-দেখ, পথশিশুটির মুখে হাসি ফুটেছে।
-ছিঃ! মমতা দেখায়ে গায়ে ধুলো মাখো?
-এ আঁধারে আধেক চাঁদই দেবে আলো।
-তো? পূর্ণিমার ভরা জোছনা সুন্দর বড়।
-এ শিশুর হাসি তোমার চেয়ে ভালো।
-তোমার কাছে মনে হয় এরাও বুঝি নর?


২।
-দেখ দেখ ছেলেটার পোশাক কি বাজে!
-(নীরব)
-আর ওই মেয়েটা কী বিশ্রী করে সাজে!
-(নীরব)
-আরেহ! দেখ ওরা কিসব ছাইপাশ খায়!
-(নীরব)
-এমন লোভী দৃষ্টিতে কেন এদিকে চায়?
-(হাসি) সে ব্যথা বুঝতে তুমি যদি...
-যদি বুঝতাম তবে?
-ওদের জন্যই কাঁদত মন নিরবধি।
-(নীরব)
-আজ রেস্টুরেন্টে বিল করেছ কত?
-(নীরব)
-সে দামে ওদের চলে যায় দিন শত।
-(অবাক দৃষ্টি)
-তোমার 'বিবেকে'র জন্য আমার করুণা।
-(ব্যথিত)
-অদ্ভুত 'বিবেক' তোমারেই করছে ছলনা।


মিনহাজ উদ্দিন শিবলী
২৩/১১/২০১৫