হে জাগতিক মনুষ্য নামক ইতর প্রাণীর দল,
আয়, আমায় দেখে যা। আমি ফিরে এসেছি।
সীমানা থেকে ফিরে এসেছি, দেখেছি কত ছল।
তোর পার্থিব ক্ষুৎপিপাসা-কামের গায়ে থু ছিটিয়েছি।


মুক্তি পাহাড় থেকে ফিরে এসেছি; আমায় যা দেখে।
পাহাড়ের ওপাশে যাবার আগে ভুল ছিল ভারসাম্য।
আরও কিছুকাল অভিনয় হোক মানুষের রঙ মেখে।
অপার্থিবতা থেকে বলছি, প্রাপ্তি ছিল না কভু কাম্য।


বরণের মালা পায়ে পিষে, বিষে মিশে উদ্ভিজ্জোনি।
তোর উইন্ডশিল্ডে এখনও লেগে আছে অপার্থিব গন্ধ,
পবিত্র লোভে ফিরে এসে দেখি তোর জগত ভরা মন্দ।
অপার্থিবতা থেকে বলছি, শোন মনুষ্য, বড় ইতর প্রাণী।


-মিনহাজ উদ্দিন শিবলী
০১/১১/২০১৫