একদল কাকের সভায় এক ঘুমন্ত মানুষ নেতা।
গোলক নিয়ে ছুটছে দুদল, হয়না দর্শকের জেতা।
ঘুমন্ত মানুষ ঘুমের ঘোরে আবোলতাবোল বকে;
মন দিয়ে কেবল তাই শুনছে একশ একটা কাকে।
গোলকখানা ছুটে আসে কাকের সভার মাঝে,
উড়ে উড়ে কানের কাছে কা কা কর্কশ বাজে।
ঘুমন্ত মানুষ ঘুমিয়েই থাকে জুড়ে পাঁচটি বেলা।
তালি দিয়ে চেঁচায় দর্শক, বেশ জমেছে খেলা।
ঘুমন্ত মানুষ ঘুমের ঘোরে এপাশ ওপাশ করে।
তাইনা দেখে কাকেরা সব ফড়ফড়িয়ে ওড়ে।
ছোঁ মেরে সব মাংস নিয়ে কাক বসে মগডালে।
এইতো খেলা হবে যে শেষ আর কিছুকাল হলে।
খেলা শেষে দর্শক ও কাক ফিরে যে যার বাড়ি।
ঘুমন্ত মানুষ জেগে দেখে সব হারিয়েছে তারই।


-মিনহাজ উদ্দিন শিবলী
২০/১২/২০১৫