নির্বাক চোখে
চারপাশে দেখে
কতরকম অদ্ভুত দৃষ্টি।
সতী কিংবা বেশ্যা
সবারই যে সমস্যা
করে যাচ্ছে সে তবু সৃষ্টি।


ছয়কে করে দুই
কোথা হতে তুই
কোথা গিয়ে হারিয়ে যাস?
শোন প্রিয়তম
পাবে না মম
সেদিন নির্বাক রইবে লাশ।


ঈশ্বরে করে ভক্তি
দেয়ানেয়ার চুক্তি
করেছি আমি করেছি সত্যই।
বাঁধা দিয়ে রেখা
কার হাতে আঁকা
মুছে দেবে ঠিকই তা মৃত্যুই।


শেষবারের অনুভূতি
ছিল স্বর্গীয় অতি
হয়ত আসবে না ফিরে কভু।
যদি দাও নির্বাণ
লয়ে যাও এ প্রাণ
মুক্তি দাও মুক্তি দাও প্রভু।


-মিনহাজ উদ্দিন শিবলী
৩০/০৫/২০১৬