।।
আঁধার রাতের অতিথি হয়ে তুমি এলে
দিবালোকের পাখি হয়ে গেলে তুমি চলে
চোখের পলকে নেই জল আমার
সারাদিন তাই আজ আঁধার
দেখিতে পাইনা আজ তোমাকে কোথাও
ওপারের থেকে যদি কথা আসে আমার কানে
দেখ, আবার যেন এসনা আমার পানে
বেশী কিছু চাহিনা তোমার কাছে
শুধু সারাদিন জেন থেক আমার পাশে
বিকালের পড়ন্ত রোদ্দুরে তাকিয়া দেখি
ওপারের বাঁধন হারা সেই পাখি
শুধু এক বার দেখ্ তে দাও আবার
যাবার বেলাই  বলো  আর কি চাও
তাই যদি বল তবে আমার ভালবাসা নাও
আবার দেখা হবে তোমার সাথে
আবার জন্ম হয় যদি তোমার সাথে
তাই বিদায় নিলাম আজ থেকে
তাই আজ বিদায় নিলাম সবকিছু থেকে  ।।