জীবন
তোমায় নিয়ে আমি খেললাম
নাকি
তুমি আমার সাথে খেললে
আজ বুঝে উঠতে পারলাম না
কখনো তুমি
কখনো আমি
আজ খেলাঘরে
শুধু গোলাম টেক্কা আর বিবি
নেই তুমি নেই আমি কোথাও কোনখানে
ধুলিবালি আর মাকড়শার জালের আড়াল থেকে উকি দিয়ে
হাসছে গোলাম
হাসছে বিবি
হাসি ঠাট্টা আর অবহেলায় ঘুরে ঘুরে পড়ে আছি আমি
বন্ধ চোখে শুধুই রক্ত খরণ
হাই জীবন!
এই এক জীবনে কিছুই পাওয়া হবেনা ?
না!!!
কোন প্রশ্ন বা অভিযোগ নেই তোমার কাছে
ভেবনা ছেড়ে দেব তোমাই
মেঘের সাথে পাললা দিয়ে
ঠুনকো ডানায় চেপে
তোমার সামনে আমি নতজানু হব
মাথা উচু কোরে ওই চোখে চোখ রেখে
দেখাব তোমাই
এখনো দাড়িয়ে আছি
ভেবেছিলে ভেঙ্গে পড়ব?
ঊঠে দাড়াতে পারবনা?
চেয়ে দেখ
ঠিক খুজে নিয়েছি তোমাকে
তোমারতো আমি আছি
আমার মত কত শত
ছিল কি কোথাও কিছু!
ভাঙ্গা  ডানাই উড়তে উড়তে
আজ আমি বড় ক্লান্ত
শেষ কর এই নিরমম খেলা
শেষ কর
এতো লোভ তোমার!!
এতো তৃষ্ণা!
ণিপুন কারিগরে নিজের সৃষ্টিকে ভাংতে বুঝি
তোমার এতো তৃপ্তি!! এতো সুখ!!