তোমার চোখে চোখ রাখলেই -
সারাদিন অবিশ্রান্ত খাটুনির শারীরিক ক্লান্তি,
তোমাকে না দেখার মানসিক যন্ত্রণা ---
ধুয়ে মূছে যায় ।


আমার দিকে তাকাবে না ভেবেও যখন আড় চোখে তাকাও
কাছাকাছি আসব না ভেবেও যখন হাতে রাখো হাত-
তখন গ্রাহী পদার্থের মত টেনে নাও
যত ক্লান্তি যত জড়তা -------
ফেলে আসা কষ্ট-যন্ত্রণা
ব্যর্থ-বিফলতা ছেড়ে শুরু হয় -
নতুন নির্মাণ ।