প্রভুর জন্য লিখব ,
কাউকে যেন আঘাত না দেই !
তুমার পথে ফিরব,
তাতে কোনো সন্দেহ নেই।

ক্ষমার দুয়ার খোলা রেখো
আসবো একদিন তুমার নিকটে ।
দুনিয়ার সব পাপ মুছে,
যাবো অন্য জগতে !