এ সন্ধ্যা মালতী , প্রেমের আহতি
শুধুই তোমার অপেক্ষায়
এ বৃক্ষরাজি, শূন্যতায় বাজি
সুখেরই প্রতীক্ষায় ।



ওগো মোর প্রিয়া , তোমারে নিয়া
খেলেছি কত খেলা ;
তুমি পাশে নেই , আজও আছে সেই
বৃক্ষরাজি র মেলা ।



উষা ডুবে যায়, শীতল হাওয়ায়
উন্মত্ত মাতাল এ মন ।
তুমি নেই তাই ,থামিয়ে দিতে চাই
ঋতুর এই চক্রাবর্ত ন ।


পাখি সবের গান , ফুলের ঘ্রাণ
সবই হয় বৃথা ।
মন আনচান ,ক্ষুধাতুর প্রাণ
ভিতর বাহির তোমারই কথা ।



কত কথা কয় , মনে কত ভয়
থাক না পরে পিছনে
আজিকে সুখী , কোথায় যে রাখি
অবুঝ এই পাখি রে ?