তোর হাত দুখানি একটু বাড়িয়ে দে
ছুঁয়ে দেখ অামার অস্তিত্ব,
অামার দীর্ঘশ্বাসের উষ্নপ্রবাহ।
অার একটু নীচে ছুঁয়ে দেখ,
কন্ঠনালী, হাজার চেষ্টাতেও
যা বলতে পারেনি
অামি তোকে কতটা ভালোবাসি।
হাত দে, হ্যাঁ, ওটা বুক,
অার একটু বাঁদিকে অমার হৃদয়।
ঐখানে জমে থাকে প্রেম, স্মৃতি,
অলীক সুখ অার অসহ্য কিছু যন্ত্রনা।
এই বুকেই প্রেম ছিল, স্মৃতি ছিল,
সবই ছিল, শুধু তুই ছাড়া !