আমার মাথা দেহ থেকে আলাদা করে দিলেও
মা কসম
ভালবাসার ফুলঝুরি নিয়ে
আমি হাঁটবোই ইরাক থেকে আমেরিকা
আমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হলেও
মা কসম
বেঁচে থাকার লড়াই করে
আমি হাঁটবোই হাড়কাটা গলি থেকে রাজপথ ।
আমার মুখ মূক করে দিলেও
মা কসম
স্বাধীনতার জন্য প্রত্যেক রক্ত বিন্দুতে লিখে যাব
মুক্তির নাম ।
আমার চোখ থেকে রেটিনা তুলে নিলেও
মা কসম
আমি সৌন্দ্যর্যের জন্য ফেরি করে হাটব
সূদুর বর্মা থেকে ভিয়েতনাম ।
আমার ঘিলু থেকে সেরিব্রাল কর্টেক্স নিস্কৃয় করে দিলেও
অনন্তকাল পথ হাঁটব মহাশূন্যে ।
আমার পথ হাঁটা এজন্মে রুদ্ধ করে দিলেও
মা কসম
পৃথিবীর এই জঞ্জাল পরিষ্কার করতে
আমি হাজার বার জন্ম নেব নতুন মায়ের কোলে ।