শূন্য পথে ফিরে যাওয়ার সময়
স্মৃতির ক্যানভাসে তোমার মুখ
বারবার করে ভেসে উঠছিল
বাবলা গাছের পাসে ক্যাকটাস প্রতিবাদে মুখর
তিনটে শালিক রাস্তার এককোনে ঝগড়াই ব্যস্ত
টিং টং শব্দে সাইকেলের বুকে চেপে
রাস্তার দূরত্ব মাপছে পোস্টম্যান এর চিঠি
অথচ আজ সব অর্থহীন ।


শিরায়-শিরায় ক্যান্সার কামড় বসিয়ে
পাখিকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে
ভালবাসার স্বাদ, গন্ধের অর্থ আজো বুঝেনি
সে আজো জানে না, মৃত্যুর দরজার পাশে বসে
আমরা প্রতিনিয়ত ভালবাসার ঘুড়ি ানাই
আর
জাহাজ এসে প্রতিদিন সেই স্বপ্ন ফেরি করে ।


বন্ধু, শহর কলকাতা আজ তোমার প্রতিক্ষায়
চলো যাই, পাখিকে মৃত্যুর ভাড়ার থেকে নিয়ে আসি
বৃষ্টি ভেজা স্নিগ্ধ সন্ধ্যায় ।