ছায়া
এম রহমান
তারপর
অসময়ে ঘুম ভাঙা ছায়া গুলো
এক পায়ে দাঁড়িয়ে
গোল গোল কথায় ব্যস্ত হল
ধূলিকণা গুলো ঘুম ঘুম চোখ নিয়ে
সব শুনে
রাস্তার মাঝেই মুখ লুকালো
চিলেকোঠায় বসা শালিক দুটো
কি বুঝল কে জানে
অসমাপ্ত ঝগড়াই আবার
একে অপরকে কাদা ছুড়তে লাগলো
জল থেকে বেড়িয়ে আসা
মৎস্যকন্যার হৃদয় আবার ডুব দিল
একরাশ হতাশা নিয়ে ।
আমি নির্বাক দর্শক ।
কিছুই বুঝলাম না ,
যেন এসব হওয়ারই ছিল এই ভেবে
ঠোঁটে সিগারেট গুজে সামনের পথ মাপলাম ।
অথচ,
তখনও জানতাম না একগুচ্ছ ভালোবাসার মাঝে
ডায়রির পাতায় সযত্নে তুলে রাখা
গোলাপ জোড়া ডুমুরের ফুল হয়ে
কোন নামী রেস্তরাঁর আধ-আলো আধ-ছায়াতে
দেওয়ালে মুখ লুকিয়ে
অভ্যর্থনা জানানোর দিন গুনবে ।
আর,
ভালোবাসার চাদরে ঢাকা শব্দ গুলো
বুলেট হয়ে আঘাত হানবে নিঃশ্বাসে ।