পৃথিবীর সব রঙ মুছে গেলে
নিস্তব্ধতা ভিড় করে
বাশি চোখ গুলো এক এক করে খুলে যায়
অন্ধকারের দুয়ারে
রজনীগন্ধার মালাগুলো সুগন্ধি হারায়
ব্ল্যাকবোর্ডে আঁকা ভবিষ্যৎ
বর্তমান হয়ে অতীতের পথে হাঁটতে শুরু করে ।
বর্ষার রাত সমস্ত দিনের গ্লানি মুছতেই
আরও এক নতুন বিষ বীজ বোপণ করে
সাহসিকতার বুকে ।
তারপর
আর একটা নতুন সকালের অপেক্ষাই
সে বড় হতে থাকে ।
আর আমরা কাপুরুষেরা
বুক বাধি -  “ এবার পরিবর্তন হবে ।”
সময়ের কাটাটা দশ ও দুই যোগ করে
ষাট হয়
নতুন শিশুটিকে দেখার জন্য আমাদের
আনন্দ অশ্রু ঝরতে থাকে ।
ইউক্যালিপ্টাসের চোখ আড়াল থেকে সব দেখে
ঘুমাতে যায় আকাশে মাথা রেখে
আর,
সকালের সূর্যটা এক মুখ লাভা নিয়ে
ঝরতে থাকে পৃথিবীর কোলে ।