তারপর
ভাবনা গুলো এক এক করে
ডুব দিল ছেঁড়া নেকড়ায়
রূপোলী চাঁদটা একবার উঠে
সন্ধ্যে তারাকে দেখে ঘোমটা দিল মাথায়
অন্ধকার গুলো এক এক করে জীবন্ত হয়ে উঠে
দূরে দাঁড়িয়ে
একটা আর্তনাদ চিৎকারে কেঁপে উঠল
কুকুর গুলো ।
আমি ভাবছি
রক্তের স্রোত ধরে মেরুদন্ড বেয়ে
এগবো সামনের পথে
অথচ
শহরের পথ গুলো
কাটাকুটি খেলায় ব্যস্ত হতে থাকল নিজেদের মত করে ।


দৈনিক পেপারের প্রতিটা শব্দ কানের মধ্যে
ভ্রমরের মত
গুঞ্জন করতে থাকে ঘিলুর সঙ্গে
কি একটা গন্ধ
মনে করিয়ে দেয়
প্রতি দিনের বাসি কাপড় গুলোকে
আর আমি
তখনও ফুসফুস ভরে
রজনি গন্ধার সুগন্ধি নিব বলে
চোখ মেলি সামনের বাতাসে
একরাশ পোড়া ডিজেলের গন্ধ
নাকে এসে লাগে ।
মনে করিয়ে দেয়
আমি আছি আমাতেই
আর শহর এগোচ্ছে
নিজের পথ ধরে ।