তোমরা ঠিক কাকে মারতে চাও ?
যে সকালটা তোমাদের কাছে হারিয়ে  গেছে
সেই সকালে তোমরা কোন আলো খুঁজতে চাও?
যে গর্ভধারিনী দশ মাস দশ দিন
তোমাকে ধারণ করেছে
তার জন্মের  দিন কিন্তু কোন শাঁক বাজেনি
উলুধ্বনি দেয়নি কেও
আনন্দে উচ্ছসিত হয়ে কেও বলেনি
ঘরে রাজকন্যা এসেছে, কেও আজান দাও ।
অথচ তুমি যখন জন্মেছো
পাজর ভাঙা ব্যাথা ভুলে
সেই অভাগিণী অশ্রু ঝরিয়ে
শাঁক বাজিয়ে, উলুধ্বনি দিয়ে
আজান দিয়ে
তোমাকে রাজপুত্র ভেবে বরণ করেছে ।


জেহাদের নাম করে সেই মাতৃত্বকেই তোমরা হত্যা করলে ?
মানবতার চাদরে আর কত গুলি বর্ষণ করলে
তোমাদের হত্যালীলা গেলাসের জলে ভাসবে ?
তোমাদের বুলেটের সামনে আমার কোন মা
দাড়াতে ভয় পায় না
ভয় পায় না তোমাদের নিষ্টুরতাকেও
শুধু ভয় পায় আর একটা নতুন ভোরে
যেন তাদের গর্ভে তোমরা না আসো ।