মহাসড়কে সাঁতরাচ্ছে উন্নয়নের কই
মস্তিষ্কে জিলেপির প্যাচ
জন লকের হাতে কে জানি পরিয়ে দিয়েছে
গুয়াতেমালার তালা!


^
মাছেদের স্থানসঙ্কুলান হলেই
শুরু করে 'নদী ভাঙন' যুদ্ধ
মোঙ্গল হিংস্রতায় তারা
ভাঙনে মেতে ওঠে নদীর পাড়
গিলে খায় ঘরবাড়ি, গাছপালা, পশু
মানুষ এবং নবজাতক
বর্ষার ছিমছাম জলে উঠে এসে ডাঙায়
দখল করে বসতি, বন্দর, চর জমা ভূমি
জলতিমি হয়ে উঠে স্থলজ ব্রিটিশ ভূস্বামী!